বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু!

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) থেকে
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
বাউফলে কলা খেতে গিয়ে গলায় আটকে আব্দুল মোতালেব নামে সারে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ওই ঘটনা ঘটেছে। শিশু আব্দুল মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে শিশু মোতালেবকে তার বড় বোন মরিয়ম আক্তার কলা খাওয়াতে ছিলেন। তখন অসাবধানতাবশত শিশুটির গলায় কলা আটকে যায়। প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পরে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মো. তাসরিফ হোসেন জানান, সম্ভবত কলা গলায় আটকে গিয়ে শিশুটির শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। শিশুটির এক স্বজন মামুন প্যাদা বলেন, সোহেল প্যাদার তিন মেয়ের পড় এক মাত্র ছেলে ছিল ওই মোতালেব। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।