×

বিএনপি

নির্বাচন ঠেকাতে পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম

নির্বাচন ঠেকাতে পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ বিএনপির

ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ে এই আশঙ্কা উঠে এসেছে।

বুধবার (১৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

সভা শেষে দেওয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় চারজন নিহতের ঘটনায় বিএনপি গভীর ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে সরকারের নীলনকশার অংশ।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক অঙ্গনকে বিপর্যস্ত করতে এমন হামলা চালিয়েছে। যার ফলেই সরকারকে কারফিউ জারি করতে হয়েছে। এটি আসলে গণতান্ত্রিক কর্মসূচি ব্যাহত করারই প্রমাণ।

মির্জা ফখরুল  বলেন, সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ অগ্রগতিও জানানো হয়। এই বিষয়ে আলোচনা আরো হবে। গণতান্ত্রিক উত্তরণের পথে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। দেশে মবোক্রেসি, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি বেড়ে চলার জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। সংশ্লিষ্ট উপদেষ্টারা শুধু কথাই বলছেন, কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।

আরো পড়ুন : গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: ফারুক

সভায় নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোকে এখন অত্যন্ত সতর্ক হয়ে কর্মসূচি দিতে হবে, না হলে গণতন্ত্রবিরোধী শক্তি সুযোগ নিয়ে অরাজকতা সৃষ্টি করবে। 

মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে অন্যায়ভাবে জড়ানোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্যে গোটা জাতি ক্ষুব্ধ। তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের বৃত্তি ডিসেম্বরে, বাদ কেজি স্কুল

প্রাথমিকের বৃত্তি ডিসেম্বরে, বাদ কেজি স্কুল

বাংলাদেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

বাংলাদেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

১২ বছরে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশ সেরা এয়ারলাইন্স ১২ বছরে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App