তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবর্তন আনবে: ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
জনগণের সমর্থন নিয়ে দলটির নেতৃত্ব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক সংস্কার ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দেশের সামগ্রিক উন্নয়নও এগিয়ে নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তবে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিবার ফিনিক্স পাখির মতো উত্থান করেছে। দলকে ধ্বংস করার জন্য লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারের বেশি মানুষ হত্যা এবং ১৭শ’রও বেশি মানুষকে গুম করা হয়েছে। এখানে অবিশ্বাস ও ফ্যাসিবাদের মাধ্যমে বিএনপিকে নির্মূল করার চেষ্টা করা হয়েছিল। তবে আমরা ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।
আরো পড়ুন : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি সর্বোচ্চ সুষ্ঠু করা আমাদের চ্যালেঞ্জ। নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রস্তাবে বিএনপি পূর্ণ সহযোগিতা করবে। দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।