×

জাতীয়

দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন

অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?

দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের ওপর দিয়ে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে। রাজনৈতিক ঘটনাবলি, নির্বাচনী প্রক্রিয়া ও সংস্কার কমিটির কাজ এগোচ্ছে না। এতে প্রশ্ন জাগছে, এটা কি আকাঙ্ক্ষার অভাব, সক্ষমতার ঘাটতি নাকি বড় ধরনের স্বার্থসংঘাত? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, সেই প্রশ্ন এখন বড় আকারে সামনে আসছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এ আয়োজন করা হয়। ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্ল্যাটফর্মটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ রিফর্ম ওয়াচের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আরো পড়ুন : সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক জীবনে ঝড়ের প্রভাব পড়ছে। এই সময়ে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে অর্জিত বৈষম্যবিরোধী চেতনা। এটিকে টিকিয়ে রাখা এবং বাস্তবায়নের জন্য মানুষের পরিবর্তনের প্রত্যাশা ধরে রাখাই বড় কাজ। নাগরিক ঐক্যের মাধ্যমে সেই চেতনা রাষ্ট্রযন্ত্র ও সমাজজীবনে প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের জন্য একাধিক কমিটি গঠন করেছে। আমিও শ্বেতপত্র প্রণয়নের কাজে যুক্ত ছিলাম। কিন্তু ধীরে ধীরে সেই উচ্ছ্বাস স্তিমিত হয়ে এসেছে। সংস্কার প্রক্রিয়ায় পিছিয়ে থাকা মানুষ ও অসুবিধাগ্রস্তদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। শেষ পর্যন্ত দেখা গেছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণই প্রাধান্য পেয়েছে।

তিনি আরো বলেন, ঘরের ভেতরের সম্পদ রক্ষা করতে হবে। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু জনগণ ও দেশ টিকে থাকবে। তাই নাগরিক, রাজনৈতিক ও সামাজিক কণ্ঠস্বরকে ঐক্যবদ্ধ করাই এখন জরুরি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাস্যরস নাকি অনুপ্রেরণা? মিমে আলোচনার কেন্দ্র মিরাজ আফ্রিদি

হাস্যরস নাকি অনুপ্রেরণা? মিমে আলোচনার কেন্দ্র মিরাজ আফ্রিদি

ডাকসু নির্বাচন স্থগিত

ডাকসু নির্বাচন স্থগিত

সাংবাদিক পরিচয় পেয়েও পুলিশ গুলি করে: ট্রাইব্যুনালে মোহিদ

সাংবাদিক পরিচয় পেয়েও পুলিশ গুলি করে: ট্রাইব্যুনালে মোহিদ

যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App