×

বিএনপি

ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা ঠিক হয়নি: সালাহউদ্দিন আহমদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা ঠিক হয়নি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্বে আসা সঠিক সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্বে না এসে তারা প্রেশার গ্রুপ হিসেবেই কার্যকর ভূমিকা রাখতে পারতেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় পৃথিবীর কোথাও একইসঙ্গে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেলেন, সেদিনই বোঝা গেল যে তারা আর রাষ্ট্র বিনির্মাণে তেমন বড় ভূমিকা রাখতে পারবেন না। তিনি বলেন, আমি যদি বলি সরকার থেকে সরে দাঁড়ান, সেটা কাজে আসবে না। এ তাগিদটা তাদের নিজেদের ভেতর থেকেই অনুভব করতে হবে।

নতুন কোনো সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দল তাদের দাবি তুলতেই পারে। তবে সেটা জাতির ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। আমরা যেন একে অপরকে জবরদস্তি না করি। যে পরিবর্তন আমরা চাই, তা রাতারাতি সম্ভব নয়। আসুন নতুন কোনো সংকট না তৈরি করে ঐক্য অটুট রাখি।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, পত্রিকায় দেখলাম, আপনাদের এক নেতা বলেছেন কে সরকারি দল হবে আর কে বিরোধী দল। তাহলে কি এটা আপনারা নিজেরা ঠিক করবেন, নাকি জনগণ ঠিক করবে? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? আজ এক অজুহাত, কাল আরেক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছেন কেন? উদ্দেশ্য কী, সেটা জনগণ দেখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি মন থেকে বিবাহিত: আমির খান

আমি মন থেকে বিবাহিত: আমির খান

ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

তারেক রহমান ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার

নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App