×

জাতীয়

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষটি দুপুর পর্যন্ত চলমান ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে সংঘর্ষের প্রভাব আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন : বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ জনসমুদ্র

সরেজমিনে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের জেরে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একইভাবে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার উদ্যোগে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে সময় হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগান দিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে সেই অঙ্গীকার এক মাসও টেকেনি।

গত ১০ ডিসেম্বর ফের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। সর্বশেষ এই সংঘর্ষ নতুন করে আবারও এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

তারেক রহমান ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার

নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার

বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App