×

মধ্যপ্রাচ্য

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

ছবি : সংগৃহীত

ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। বুধবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, এসব বিক্ষোভে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

সরকারি হিসাবে নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ এবং বাকি ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ‘শহীদ’ হিসেবে তালিকাভুক্তদের মধ্যে সাধারণ বেসামরিক আন্দোলনকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা রয়েছেন। খবর এপির।

ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিক্ষোভের সময় যারা সহিংসতা চালিয়েছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছে—তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরো পড়ুন : গ্রেপ্তার বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

তিনি দাবি করেন, ‘শহীদ’দের তালিকা ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’দের তুলনায় অনেক বড়। এই তালিকায় যেমন সাধারণ বেসামরিক বিক্ষোভকারী রয়েছেন, তেমনি উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যও আছেন। তার মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সরকার পুরো সময়জুড়ে বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি দাবি করেছে, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪ হাজার ৫৬০ জন। সংস্থাটি তাদের ওয়েবসাইটে জানায়, ইরানের অভ্যন্তরে থাকা নিজস্ব কর্মীদের নেটওয়ার্কের মাধ্যমে তারা এই তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, নিহতের প্রকৃত সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন, বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এসব সংখ্যার সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ভয়াবহ মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিনই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে।

বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে বর্তমানে বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করছে ইরানের সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

তারেক রহমান ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার

নির্বাচনি ব্যয়ের জন্য সমর্থকদের সহায়তা চাইলেন এনসিপি প্রার্থী আখতার

বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App