আফাজ উদ্দিন
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য সকলে অংশ নিন

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

ছবি : ভোরের কাগজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি বলেন, রূপায়ণ সিটির গেট থেকে ৫ নম্বর ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ লেক আমরা ইনশাআল্লাহ পরিষ্কার ও পরিচ্ছন্নতার আওতায় আনতে সক্ষম হবো।
আফাজ উদ্দিন সারা বাংলাদেশের তরুণ সমাজ, বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানান, আপনারা সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করুন। পরিচ্ছন্ন বাংলাদেশ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা আমাদের সম্মিলিত দায়িত্ব।
তিনি আরো বলেন, যদি আমরা জীবনের মূল্যবান সময় থেকে প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করি, তবে পাড়া–মহল্লা, থানা–উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালানো সম্ভব হবে। আমাদের দলের ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্যেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের পূর্ণ পরিকল্পনা রয়েছে। সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।