×

বিএনপি

নির্বাচন পেছানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম

নির্বাচন পেছানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায়। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে।

দ্রুত নির্বাচনের মধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশের দায়িত্ব না নিলে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই আরো কঠিন পরিস্থিতিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে অন্তত কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে, যা দেশের জন্য প্রয়োজন ছিল। এছাড়া বিএনপির ৩১ দফা রূপরেখার গুরুত্বের কথাও তুলে ধরেন।

আরো পড়ুন : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

ফখরুল বলেন, সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্যে। সংস্কারের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার, মেয়েদের শিক্ষার সুযোগ, চাকরি এবং মহিলাবিষয়ক অধিদপ্তর- এসবই বিএনপির মাধ্যমে সম্ভব হয়েছে।

তিনি মন্তব্য করেন, অথচ এমনভাবে বলা হয় যে বিএনপি ‘ভিলেন’। কিছু লোক এমন চেষ্টা করেন। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে, সব বিএনপির হাত দিয়ে হয়েছে। জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে। খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। কিছু মানুষ ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য প্রচার করেন, যা শুনে আমার কষ্ট হয়।

ফখরুল বলেন, বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। তার মাজার পর্যন্ত তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাস তাকে ধারণ করেছে, তাকে মুছে ফেলা যাবে না।

তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীনের সফরের স্মৃতি রোমন্থন করেন। ফখরুল বলেন, চীনা প্রধানমন্ত্রীকে পরিচয় করানোর সময় তারেক রহমান উপস্থিত ছিলেন। চীনা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তভাবে ধরে বলেন, ‘ ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইয়োর ফাদার এন্ড মাদার’। আজ তারেক রহমান সেই পতাকা তুলে ধরেছেন, যা স্বাধীনতার, মানুষের অধিকারের, গণতন্ত্রের এবং দেশের উন্নয়নের প্রতীক।

মির্জা ফখরুল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত এবং উজ্জীবিত করব। এছাড়া দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করব।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে নতুন সংকলিত গ্রন্থটি ৬৪০ পৃষ্ঠার এবং এতে মোট ১৩টি অধ্যায় রয়েছে। একটি অধ্যায়ে তারেক রহমানের লেখা ‘আমার বাবা’ অন্তর্ভুক্ত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। এছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়লো জ্বালানি তেলের দাম

বাড়লো জ্বালানি তেলের দাম

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App