সরকার দুটি দলের ওপর নির্ভর করে টিকে আছে: মির্জা আব্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
					বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, এই দুই দলের মধ্যে একটি সরকারের নিজের সৃষ্টি, আর অন্যটি পুরোনো দল, যারা জনভিত্তিহীন হয়ে সরকারের ইশারায় কাজ করছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। একটা দল তাদের তৈরি, আরেকটা পুরোনো। ওরা যা বলে তাই করে—কিন্তু জনভিত্তি কোথায় তাদের? প্রতীকের বিষয়ে তারা যা বলেছে, সরকার তাই করেছে।
জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখন আবার দেশের শাসনভার দাবি করছে। তারা ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চায় এবং স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা মনে করছে আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগাররা তা দেবে না।
আরো পড়ুন : এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
বিএনপি নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই দলগুলোকে জেতাতে সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের মতো রাতের ভোট করেও অন্তর্বর্তী সরকার কিছু একটা করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
মনোনয়ন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সুন্দরভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কেউ কেউ কষ্ট পেলেও তারেক রহমান ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে জয়ী করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন এমন এক সময় চলছে, যখন বোঝা যাচ্ছে না আসলে কে দেশ চালাচ্ছে। সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু কী সংস্কার হলো তা কেউ জানে না। বেকারত্ব বেড়েছে, মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে, ঢাকায় ফুটপাতের দোকানও বাড়ছে—তবুও সরকারের দৃষ্টি এসব বিষয়ে নেই।
	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	