×

চট্টগ্রাম

টেকনাফে নাফনদীতে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

টেকনাফে নাফনদীতে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সংলগ্ন নাফনদী জলসীমায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন। কাজের সময় হঠাৎ একটি মাইন বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন : টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই মাইন পুঁতে রেখেছে। এর আগেও একইভাবে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সীমান্তবাসীর নিরাপত্তা জোরদারের দাবি জানান।

মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোকন কান্তি রুদ্র জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১১ জানুয়ারি) সকালে হোয়াইক্যং এলাকায় মিয়ানমারের ভেতর থেকে ছোড়া গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত ওই শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই দিন সীমান্ত পেরিয়ে আসা ৫৩ জন বিদ্রোহীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App