×

বিএনপি

সরকারকে রিজভীর প্রশ্ন

গণভোটে কোনো প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

গণভোটে কোনো প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

গণভোটে থাকা চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ভোটাররা কোথায় ‘না’ বলবে- এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, গণভোটের প্রশ্নমালায় জনগণের ভিন্নমত জানানোর সুযোগই রাখা হয়নি।

রিজভী বলেন, গোঁজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। দেশের ৯০ ভাগ মানুষ যদি বোঝে না গণভোটের উদ্দেশ্য কী, তাহলে তারা সেই অন্ধকারেই থেকে যাবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, গণভোটে চারটি প্রশ্ন আছে, কিন্তু সেখানে ‘না’ বলার বিকল্প নেই। যদি কেউ অসম্মত হয়, তার মতামত কীভাবে দেবে, এটি গণভোটে উল্লেখ নেই। তিনি দাবি করেন, জনগণ যেন বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারে, সেইভাবে প্রশ্নগুলো প্রণয়ন করা উচিত ছিল।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সারাদেশে মানুষ দুর্ভোগে আছে, কিন্তু তা লাঘবে রাষ্ট্র কোনো তৎপরতা দেখাচ্ছে না। স্বাধীনতার পর থেকেই সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো দেখা যায়নি। গণভোট বা পিআর নয়-মানুষের অধিকার নিশ্চিত করাই রাজনৈতিক দল ও রাষ্ট্রের মূল দায়িত্ব হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির অবস্থান তুলে ধরে রিজভী বলেন, জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন ঠিকমতো হয়নি। এটিকে আরো স্পষ্টভাবে উপস্থাপন করা দরকার ছিল।

রিজভীর দাবি, আওয়ামী লীগ ভারত থেকে বিপুল অর্থ এনে দেশে নাশকতার চেষ্টা করছে। তিনি বলেন, তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের। মানুষ হত্যার সুষ্ঠু বিচার হওয়া উচিত।

আরো পড়ুন : ‘বিএনপি-জামায়াত এক চামচ করে পেয়েছে, জনগণের প্লেট খালি’

রিজভীর অভিযোগ, দেশের পরিস্থিতি সচেতনভাবে অস্থিতিশীল করা হচ্ছে। পতিত স্বৈরাচার পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে। ঢাকা–গাজীপুরসহ বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো থেকে শুরু করে সহিংসতা ঘটানো হচ্ছে—এটাই আওয়ামী লীগের সংস্কৃতি।

তিনি আরো বলেন, সরকার যদি শুরুর দিকেই ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে দিত, তাহলে আজ এমন পরিস্থিতি হতো না।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন অবস্থানে ভারত

বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন অবস্থানে ভারত

বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App