×

জাতীয়

এনআইডি নিবন্ধনে ইসিতে তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

এনআইডি নিবন্ধনে ইসিতে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

ভোটার হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন ভবনে যান।

ইসি ভবনে তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন।

এর আগে তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানান, আবেদন সম্পন্ন হওয়ার পর ৭ ঘণ্টার মধ্যেই তারেক রহমান এনআইডি হাতে পেতে পারেন। প্রয়োজনে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হবে।

তিনি বলেন, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যেই এনআইডি হাতে পাবেন। কোনো কারণে তা সম্ভব না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

উল্লেখ্য, ২০০৭–২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করায় তিনি তখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি।

পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখান। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকার ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

ভোটার হলেন তারেক রহমান

ভোটার হলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App