দেহব্যবসার অভিযোগে হোটেল থেকে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:৪০ এএম

ভারতীয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। ছবি : সংগৃহীত
শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেই দর্শকের হৃদয় জয় করেছিলেন শ্বেতা বসু প্রসাদ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘মকড়ি’ ছবিতে দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য মাত্র ১১ বছর বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর ‘ইকবাল’ (২০০৫) ছবিতে খাদিজার চরিত্রে তার অভিনয়ও প্রশংসিত হয়।
তবে সেই সাফল্যের পর যেন পর্দার আড়ালেই চলে যান শ্বেতা। অভিনয় থেকে দূরে সরে যাওয়ার এই সময়েই এক বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম। ২০১৪ সালের ৩১ আগস্ট, হায়দরাবাদের বানজারা হিলসের একটি হোটেল থেকে তাকে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি ছিল, শ্বেতা অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন। ঘটনার পরপরই তাকে পাঠানো হয় পুনর্বাসন কেন্দ্রে।
ঘটনাটি সে সময় ভারতীয় মিডিয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। শ্বেতা অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে আসেন। তার দাবি, তাকে জোর করে ফাঁসানো হয়েছিল এবং আর্থিক অভাবের কারণে নয়, ভুল বোঝানো এবং প্রতারণার ফাঁদে পড়েই তিনি এই বিপাকে পড়েছিলেন।
আরো পড়ুন : ৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার
এ ঘটনার পর একাধিক বিতর্কিত মন্তব্যও করেন তিনি। একবার এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘বলিউডের অনেক অভিনেত্রীকেই ক্যারিয়ার টিকিয়ে রাখতে জীবনের কোনও না কোনও পর্যায়ে এমন কাজ করতে হয়।’ তার এই মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দেয়।
তবে শেষ পর্যন্ত আদালতেই মিলেছে ন্যায়বিচার। ২০১৪ সালের ডিসেম্বরে হায়দরাবাদের একটি নিম্ন আদালত শ্বেতাকে অভিযোগ থেকে মুক্তি দেয়। প্রমাণের অভাবে তাকে সম্পূর্ণভাবে নির্দোষ ঘোষণা করা হয়।
সব বিতর্ক পেছনে ফেলে ফের অভিনয়ে মনোনিবেশ করেন শ্বেতা বসু প্রসাদ। সাম্প্রতিক বছরগুলোতে তিনি একের পর এক সফল প্রজেক্টে কাজ করেছেন। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯) এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২২) ছবিতে তার গুরুত্বপূর্ণ চরিত্র দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এছাড়াও জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’-এর চতুর্থ সিজনে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে সমানতালে অভিনয় করেছেন তিনি।
শুধু হিন্দি নয়, বাংলা চলচ্চিত্রেও তার সমান পদচারণা। ‘এক নদীর গল্প’ সিনেমায় মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।