×

বলিউড

যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

ছবি : সংগৃহীত

কাজের ব্যস্ততা যতই থাকুক, গণেশ চতুর্থীর আয়োজন বাদ দেন না ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান। নিজের বাড়ি হোক কিংবা বোনের বাসা সবখানেই এই উৎসবে তিনি ও তাঁর পরিবার অংশ নেন উৎসাহের সঙ্গে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বাবা চিত্রনাট্যকার সেলিম খান ও মা সালমা খানকে নিয়ে গণেশ পূজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমান।

মুসলিম পরিবার হয়েও কেন খানের বাড়িতে গণেশ মূর্তি রাখা হয় এবং গণেশ চতুর্থী পালিত হয়, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সেলিম খান। তিনি জানান, তাঁর বাবার আমল থেকেই এই পূজা তাদের ঘরে হয়ে আসছে।

সেলিম বলেন, আমরা ইন্দওরের একটি হিন্দু অধ্যুষিত এলাকায় বড় হয়েছি। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা কিছু ছিল না। সম্প্রীতির বন্ধনে সবাই একসঙ্গে বসবাস করত। পরিবারগুলোর মধ্যে নিয়মিত খাবার আদান-প্রদান হতো।

তিনি আরো বলেন, হিন্দু-মুসলিমের কোনও বিভাজন ছিল না। আমি সব সময় হিন্দুদের মধ্যেই বড় হয়েছি।

আরো পড়ুন : বাপ্পি লাহিড়ির বিপুল স্বর্ণ পেলো কারা, কোথায় গেলো এত টাকার সম্পত্তি?

হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেন সেলিম খান, পরে যিনি সালমা খান নামে পরিচিত হন। তবে গণেশ পূজা শুরু করার সঙ্গে এই বিয়ের কোনো সম্পর্ক নেই বলেও পরিষ্কার করে জানান সেলিম। তাঁর ভাষায়, বিয়ের পর থেকেই গণেশ পূজা করছি, বিষয়টা এমন নয়। ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও আমাদের পরিবারের কোনো সমস্যা হয়নি। স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। কেবল এক দূর আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।

শৈশবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুলজীবনে তাঁর তিনজন মুসলিম সহপাঠী ছিল, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। মিলেমিশে থাকার সেই মানসিকতাই আজও পরিবারে ধরে রেখেছেন, যা সালমানের মধ্যেও বিদ্যমান।

উল্লেখ্য, শুধু সালমান নন, বলিউডের আরেক তারকা শাহরুখ খানের বাড়িতেও গণেশ মূর্তি রাখা হয়। তাঁর পরিবারও নিয়মিত গণেশ চতুর্থী উদযাপন করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসার সামগ্রিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য

ব্যবসার সামগ্রিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য আতিকুর রহমান, চেয়ারম্যান, এফবিসিসিআই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয় যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App