হাস্যরস নাকি অনুপ্রেরণা? মিমে আলোচনার কেন্দ্র মিরাজ আফ্রিদি

পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
নেট দুনিয়ায় অদম্য এক অনুপ্রেরণার নাম মিরাজ আফ্রিদি। দুই হাত না থাকলেও তিনি দু’পা ব্যবহার করে রান্না, লেখালেখি এবং পরিবার পরিচালনার মাধ্যমে অসাধারণ জীবনযাপন করছেন। জীবনে চলার পথে তার এমন অদম্য মানসিকতা অনুপ্রেরণামূলক গল্প হয়ে হৃদয় ছুয়ে গেছে হাজারো মানুষের।
কিন্তু হঠাৎ করে আবারো সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে মিরাজ আফ্রিদি। আনোয়ার টিভি, ঝামেলা টিভি ও সমস্যা টিভিসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে মিরাজ আফ্রিদির ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে হাস্যরসাত্মক নানা কনটেন্ট বা মিম। যা মিরাজের জনপ্রিয়তায় যুক্ত করেছে নতুন মাত্রা।
কিছু মিমে মজার উপায়ে তাঁর দক্ষতা তুলে ধরা হয়েছে, আবার কিছুতে ব্যঙ্গাত্মক অর্থ রয়েছে। নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিম ছড়িয়ে পড়ার বিষয়টি মিরাজ উপভোগ করলেও তা নিয়ে আবার অস্বস্তিতে পড়তে হয়েছে।
নিছক বিনোদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হাস্যরসাত্মক কনটেন্ট তৈরির বিষয়টি মেনে নিয়েছেন মিরাজও। তবে কোনো কিছুই যেন মাত্রা ছাড়িয়ে না যায় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। জন্ম থেকেই দুই হাত নেই মিরাজের। পাবনার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা মিরাজ আফ্রিদির আসল নাম মিরাজুল ইসলাম।