×

বলিউড

যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম

যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

বলিউডের জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম এক সময় ছিল তুমুল আলোচিত। তাদের সম্পর্ক ‘সাজান’ ছবির সময় থেকে শুরু হয় বলে গুঞ্জন চলছিল। তবে ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের নাম জড়িয়ে যাওয়ায় সম্পর্ক ভেঙে যায়।

সম্প্রতি এই সম্পর্কের নেপথ্যের কারণ বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক হানিফ জাভেরি।

জাভেরি জানান, সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন। সঞ্জয় জামিনে মুক্তি পাওয়ার পর এক ছবির প্রযোজক তাদের একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চাননি।

জাভেরি বলেন, ফটোগ্রাফাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তারা মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং সঙ্গে থাকা কয়েকজন দ্রুত অনুষ্ঠান ছেড়ে চলে যান। এর থেকে স্পষ্ট হয়, মাধুরী সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি।

আরো পড়ুন : রাশমিকা–বিজয়ের বাগদান সম্পন্ন, শিগগিরই বিয়ে

তিনি আরো জানান, এই দূরত্বের মূল কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা। মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কোনোভাবে বিষয়টি ফাঁস হতে পারে, যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারত। মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন।

এই ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App