×

বিনোদন

রাশমিকা–বিজয়ের বাগদান সম্পন্ন, শিগগিরই বিয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম

রাশমিকা–বিজয়ের বাগদান সম্পন্ন, শিগগিরই বিয়ে

রাশমিকা ও বিজয়। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সম্পন্ন করেছেন। গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এই দুই তারকা।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, আগামী ফেব্রুয়ারি ২০২৬–এ তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি রাশমিকার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়। দশেরা উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাকে তিলক দেওয়া ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘হ্যাপি দশেরা মাই লাভস... এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ “থাম্মা” ট্রেলার আর আমাদের গান আপনাদের এত ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা, মেসেজ, উত্তেজনা, সমর্থন সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে আরো আনন্দময় করে তুলছে। শিগগিরই প্রমোশনে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।

আরো পড়ুন : থালাপতি বিজয়ের বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

এই পোস্টের পরই ভক্তদের মনে ধারণা জন্মে, ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী।

রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা এর আগে গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন। তখন থেকেই তাঁদের রসায়ন ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

অন্যদিকে, পেশাগত দিক থেকে রাশমিকা শিগগিরই হাজির হবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মাতে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে আরো অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর।

অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার কিংডম–এ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

এ মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

ভাঙন বিপর্যস্ত তিস্তা পাড়, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের

ভাঙন বিপর্যস্ত তিস্তা পাড়, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের

শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে : রেল সচিব

শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে : রেল সচিব

লোকসান কাটিয়ে আগাম আলুতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নীলফামারীর কৃষকদের

লোকসান কাটিয়ে আগাম আলুতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নীলফামারীর কৃষকদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App