তিক্ত অভিজ্ঞতার গল্প জানালেন অনীত পাড্ডা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম

অভিনেত্রী অনীত পাড্ডা। ছবি : সংগৃহীত
চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের ব্যবসাসফল সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অভিনেত্রী অনীত পাড্ডা। কিন্তু আলোর এই ঝলকানির পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও তিক্ত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন শুরুর কথা খোলামেলা ভাবে জানিয়েছেন তিনি।
অনীত জানান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের খোঁজে থাকাকালে না বুঝেই তিনি একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়েছিলেন। এসব ওয়েবসাইট তাকে অডিশনে ডাকার প্রলোভন দেখালেও শেষ পর্যন্ত কোনো কাজ মেলেনি। কাজের আশায় তিনি প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদনপত্র ও ছবি পাঠিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর।
আরো পড়ুন : যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী
বলিউডে বহুদিন ধরেই শোনা যায়, যাদের পরিবারের কেউ চলচ্চিত্র জগতে নেই, তাদের জন্য নিজের জায়গা তৈরি করা বেশ কঠিন। তথাকথিত এই ‘বহিরাগত’দের মতোই সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন অনীতও। কাজের প্রয়োজনেই তিনি একের পর এক দরজায় কড়া নাড়েন, যেখানে সামান্য সুযোগের ইঙ্গিত পেয়েছেন, সেখানেই ছুটে গেছেন।
অভিনয়ের প্রতি তার আগ্রহ শুরু হয় অল্প বয়সেই। মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তখন থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পরিবার ও বন্ধুদের কাছ থেকে খুব বেশি সমর্থন পাননি। ফলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এক সময়।
অনীত জানান, বহু দিন পর্যন্ত নিজেকে বলতাম, এ সব ভাবা মানেও বোকার মতো কাজ। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলাম।
তবে ১৭ বছর বয়সে নতুন করে সাহস জোগাড় করে অডিশনের খোঁজে নামেন অনীত। যদিও শুরুতে একের পর এক ব্যর্থতা আর প্রতারণার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সেই ব্যর্থতাই আজকের অনীত পাড্ডাকে তৈরি করেছে, যিনি আজ বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন।