×

বলিউড

বিশ্বসুন্দরী হওয়ার নেপথ্যের মানুষ কে, জানালেন সুস্মিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম

বিশ্বসুন্দরী হওয়ার নেপথ্যের মানুষ কে, জানালেন সুস্মিতা

সুস্মিতা সেন। ছবি : সংগৃহীত

বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী এবং ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এখনও পর্যন্ত বিয়ে না করলেও, জীবনে এসেছে একাধিক সম্পর্ক ও প্রেমের অধ্যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা মনোভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করলেন জীবনের সেই বিশেষ মানুষটির কথা, যার সমর্থন ছাড়া হয়তো তিনি বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করতে পারতেন না।

সুস্মিতা জানান, তার প্রথম প্রেমিকের নাম ছিল রজত তারা। শুধুমাত্র প্রেমিক নয়, রজত ছিলেন তার স্বপ্নপূরণের প্রধান সহায়কও। অভিনেত্রী বলেন, রজত সেই সময় আমার জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিল। সে অত্যন্ত দায়িত্বশীল মানুষ ছিল। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও থাকতে পারতাম না।

তিনি বলেন, রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিল যাতে আমি আমার স্বপ্নপূরণ করতে পারি। আমার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস ছিল অটুট। আজ আমি যা হয়েছি, সবই তার জন্যই।

জানা যায়, সেই কঠিন সময়ে রজত শুধু সুস্মিতার পাশে ছিলেন না, বরং তার পরিবারকেও আশ্বস্ত করেছিলেন। সুস্মিতার মাকে তিনি বলেছিলেন, আমি সবসময় তার সঙ্গে থাকব। তখন রজত একটি পোশাক সংস্থায় চাকরি করতেন।

তবে মিস ইউনিভার্স জয়ের পর দু’জনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক টিকেনি, কিন্তু রজতের প্রতি সুস্মিতার শ্রদ্ধা আজও অটুট।

উল্লেখ্য, সুস্মিতা সেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অভিনেতা রণদীপ হুদা, এরপর ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মডেল রোমান শল-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি ব্যবসায়ী ও ক্রিকেট প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্কের কারণে আবারও আলোচনায় আসেন। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ললিত মোদি নিজেই জানান, তাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা চার দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App