বলিউড নিয়ে ইমরান হাশমির ক্ষোভ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
বলিউডের ভেতরের প্রতিযোগিতা, রেষারেষি ও সহকর্মীদের সাফল্য নিয়ে নেতিবাচক মনোভাব নতুন কিছু নয়। ভারতের বিনোদন জগতে বিষয়টি অনেকটাই ‘ওপেন সিক্রেট’। এবার এই সংস্কৃতির বিরুদ্ধে সরব হলেন অভিনেতা ইমরান হাশমি।
সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘ধুরন্ধর’–এর সাফল্য এবং ইন্ডাস্ট্রির সামগ্রিক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, বলিউডে কারও সাফল্যকে উদ্যাপন করার বদলে তাকে নিচে নামানোর প্রবণতাই বেশি।
এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, কোনো সিনেমার সাফল্য পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক বার্তা বহন করে। একটি ছবি ব্যবসায়িকভাবে সফল হলে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ বাড়ে এবং নতুন কাজের সুযোগ তৈরি হয়, যা সবার জন্যই লাভজনক।
আরো পড়ুন : জন্মদিনে সন্তানের নাম জানালেন ক্যাটরিনা
বলিউডের বর্তমান মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, একটি ছবি হিট করলেই সেটির প্রশংসা করার বদলে অনেকেই কীভাবে সেটিকে পেছনে ফেলা যায়, সেই চেষ্টায় নেমে পড়েন। এই সংকীর্ণ মানসিকতা শিল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন অভিনেতা।
উল্লেখ্য, এর আগেও এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছিলেন, তিনি নিজে খুব বেশি হিন্দি সিনেমা দেখেন না। এ মন্তব্য নিয়ে সে সময় ভক্তদের মধ্যে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
গত কয়েক বছরে বেছে বেছে কাজ করছেন ইমরান হাশমি। সম্প্রতি ‘হক্’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। জানা গেছে, ছেলের অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় জগত থেকে দূরে ছিলেন এই অভিনেতা।
বর্তমানে পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ছেলে সুস্থ হয়ে ওঠায় তিনি আবার নিয়মিত অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণের মধ্য দিয়েই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চান ইমরান হাশমি।
