×

মধ্যপ্রাচ্য

ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম

ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১

ছবি : সংগৃহীত

ইরানে অর্থনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে শুরু হওয়া চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ দিনের বিক্ষোভে এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে প্রথম বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের ধারাবাহিকতায় সরকারবিরোধী স্লোগানও উঠে আসে।

ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যাচাইকৃত তথ্য অনুযায়ী, দেশটির মোট ১১টি প্রদেশে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এ ছাড়া এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতে করা হয়েছে, যেগুলো সরাসরি নিশ্চিত করা হয়েছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়েছে।

নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী নয়জন কিশোর-কিশোরী থাকার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। তবে শিশুদের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের কাজ এখনো চলমান রয়েছে।

এ ছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদানে আরো বহু মৃত্যুর খবর পাওয়া গেলেও সেগুলো এখনো যাচাই করা সম্ভব হয়নি। যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এসব ঘটনা আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গুলিতে নিহত ১

বলিউড নিয়ে ইমরান হাশমির ক্ষোভ

বলিউড নিয়ে ইমরান হাশমির ক্ষোভ

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যা, প্রধান শ্যুটারসহ গ্রেপ্তার ৩

স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যা, প্রধান শ্যুটারসহ গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App