জমকালো আয়োজনে ফিটব্যাক রিসেটের তৃতীয় বর্ষ উদযাপন
মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম
ছবি : ভোরের কাগজ
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বুধবার জমকালো আয়োজনে ওয়েট লস সেন্টার ফিটব্যাক রিসেটের তৃতীয় বর্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এছাড়াও ব্র্যান্ড প্রোমোটার ও ইনফ্লুয়েন্সাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে নুসরাত ফারিয়া এবং সাফা কবির ফিটব্যকের সেবার বিষয়ে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন, শুরু থেকেই ফিটব্যক মানসম্মত সেবা দিয়ে আসছে এবং এটি সুন্দর ও স্বাস্থ্যকর জীবন গড়তে সহায়তা করে।
ফিটব্যক থেকে সেবা গ্রহণকারী বেশ কয়েকজন নারীও তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং সেবার সুফল বর্ণনা করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাব বলেন, গত তিন বছর ধরে আমরা মানুষের আস্থা এবং সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ফিটব্যক রিসেট সেবা দিয়ে আসছি। এই আস্থার ভিত্তিতেই আমরা ভবিষ্যতেও সেবা দিয়ে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে নুসরাত ফারিয়া ও সাফা কবির ফিটব্যকের হ্যাপি গ্রাহক এবং ইনফ্লুয়েন্সারদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, ফিটব্যাক রিসেট ওজন কমানো, ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কার্যকর সমাধান প্রদান করে থাকে।
