শেখ হাসিনার রায়
রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম এবং রাস্তায় পথচারীর উপস্থিতিও স্বাভাবিকের তুলনায় অনেক কম।
সোমবার সকাল ১১টার দিকে গুলিস্তান, পল্টন, শাহবাগ, মগবাজার ও মালিবাগ এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক উপস্থিত। পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে, গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। অধিকাংশ বাস অর্ধেক বা তার কম যাত্রী নিয়ে চলছে, দাঁড়িয়ে যাত্রীদের উপস্থিতি প্রায় নেই।
শাহবাগের ফুল ব্যবসায়ী তোফাজ্জল মিয়া বলেন, জনমনে এখনও ফ্যাসিস্ট সরকারের ভীতি দূর হয়নি। ওরা যেকোনো সময়ে হামলা চালাতে পারে। সেই ভয়ে আজ অনেকেই ঘর থেকে বের হয়নি। শাহবাগে পা ফেলানোর জায়গা পাওয়া যায় না, সেই জায়গা এখন করোনাকালীন লকডাউনের মতো ফাঁকা হয়ে আছে।
আরো পড়ুন : আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রায় ঘোষণার দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর নিরাপত্তার জন্য প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।
গত রোববার (১৬ নভেম্বর) ঢাকার বিভিন্ন এলাকায় ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তেজগাঁও টার্মিনাল এলাকায় ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়, যেখানে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রাজধানীর এই দৃশ্যই নির্দেশ করছে, রায়ের দিন নিরাপত্তা জোরদার থাকায় সাধারণ জনজীবন ব্যাহত হলেও ঝুঁকি এড়াতে মানুষের ঘরে থাকার প্রবণতা বেড়েছে।
