মহেশখালীতে চিংড়িঘের থেকে রাতে অপহরণ, সকালে মরদেহ উদ্ধার

এম বশির উল্লাহ, মহেশখালী (কক্সবাজার) থেকে
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:০৫ এএম

নিহত যুবক তোফায়েল আহমেদ ছিদ্দিক। ছবি : ভোরের কাগজ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় তোফায়েল আহমেদ ছিদ্দিক (৩২) নামের এক যুবককে চিংড়িঘের থেকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
নিহত তোফায়েল আহমেদ কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার ছিদ্দিক আহমেদ মাতব্বরের ছেলে এবং ছাত্র জনতা আন্দোলনের শহীদ তানভীর ছিদ্দিকের চাচা।
রবিবার (২৪ আগস্ট) ভোরে কালারমারছড়ার অফিস পাড়ায় প্রধান সড়কের পাশে তার লাশ উদ্ধার করে যৌথ বাহিনী। পরে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কালারমারছড়ার পশ্চিমের আট জইন্যা ও পনের জইন্যা চিংড়িঘেরে ২০–৩০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এসময় তারা ঘেরের কর্মচারীদের মারধর করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ লুট করে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তোফায়েলকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
তোফায়েলের পরিবার বিষয়টি রাতেই প্রশাসনকে জানায় এবং উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ে অভিযান চালায়। তবে ভোরে সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে নির্যাতন ও গুলি করে হত্যা করে প্রধান সড়কের পাশে ফেলে যায়।
আরো পড়ুন : বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
নিহতের ভাই সরওয়ার আজম অভিযোগ করে বলেন, আমার ভাই তোফায়েলকে চিংড়িঘের থেকে তারেক চেয়ারম্যান, কালাবদা, লম্বা তারেক, রশিদ, বায়তুল্লাহ, গফুর, জয়নাল, রবি আলম, কালা জাহাঙ্গীরসহ ২০–৩০ জন সন্ত্রাসী মিলে অপহরণ করে পাহাড়ে নিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহতের লাশ বর্তমানে চকরিয়া হাসপাতালে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।