×

চট্টগ্রাম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০১ এএম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত

ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। একই সময় স্থানীয় একটি দোকানের ছাউনিতেও আরো একটি গুলি বিদ্ধ হয়।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখা সংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফেরার পথে হঠাৎ তার পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

আক্তার হোসেন বলেন, বাড়ি ফেরার সময় হঠাৎ গুলি এসে স্ত্রীর পায়ে লাগে। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি বলেন, “গুলি লাগার ঘটনাটি সত্য। আমরা বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে সীমান্ত এলাকায় জননিরাপত্তা ব্যাহত না হয়।”

স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।

স্থানীয় শিক্ষক রুহুল আমিন বলেন, ওপারে সংঘর্ষ বেড়েছে, তাই আমরা সীমান্তের লোকজন ভয় পাচ্ছি। প্রশাসনের উচিত নিরাপত্তা জোরদার করা।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনাটি নজরে এসেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App