‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
গানের ‘সিজন-ফোর’ নিয়ে আসছে বর্তমান সময়ের বাংলা গানের জনপ্রিয় কোম্পানি ‘আইকে মিউজিক স্টেশন’। বরাবরের মতো ‘সিজন ফোর’-এও থাকছে দেশের ১৮ জন কন্ঠশিল্পীর গান। ২০২৪ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করা ‘আইকে মিউজিক স্টেশন’কে গত এক বছরে চ্যানেল’র চেয়ারম্যান ইমদাদ খান এবং একক গীতিকার ও পরিচালক মুনসুর সানী অক্লান্ত পরিশ্রম, বিগ বাজেট এবং সুক্ষ পরিকল্পনার মাধ্যমে নিয়ে গেছেন অনন্য উচ্চমাত্রায়।
গীতিকার মুনসুর সানীর কথায় হয়েছে সুনামগঞ্জের নান্দদিক লোকেশন নিয়ে গান। সিলেটের গুণীজনদের নিয়ে ‘শোনোবো বাউলা গান খাওয়াবো সিলেটি পান’ শিরোনামের একটি গানও সাড়া ফেলে বেশ। যে গানে উঠে এসেছে সিলেটের সৌন্দর্য্য এবং গুনীজনদের নানা গুণের কথা। সুন্দরবনের নান্দদিক লোকেশন নিয়ে তৈরি করা ‘মধু খাওয়াইয়া করবো তোমায় যাদু’ গানটিও আলোচনায়। এ পর্যন্ত এই চ্যানেলের প্রকাশ হওয়া গানের সংখ্যা ৩০টিরও বেশি। রিলিজের অপেক্ষায় রয়েছে আরো দেড়’শ গান।
৩০টি গানই লিখেছেন গীতিকার মুনসুর সানী। উলেখ্যযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘সেই যাদুটা আমারে শিখাও’, ‘পংখিরাজ ঘোড়া’, ‘আমার কাজলা পাখি রে’, ‘সানাই’, ‘একটা ভুল কইরাছি আমি’, ‘ও গো আমার স্দুর মানুষ’, ‘রাইতের কথা দিনের কেন কও’, ‘মধু খাওয়াইয়া করবো তোমায় যাদু’ ইত্যাদি। চ্যানেল’র চেয়ারম্যান এবং পরিচালক দু’জনেরই ইচ্ছ- গান নিয়ে আছেন। শত ব্যস্ততার মাঝেও গান নিয়ে থাকবেন। কোয়ালিটি সমৃদ্ধ কাজের মাধ্যমে বাংলা গানকে নিয়ে চেতে চান অনন্য এক উচ্চমাত্রায়।
