×

করপোরেট সংবাদ

সিংগাইরে মাদ্রাসায় বসার বেঞ্চ-টুল উপহার দিলো জেসিআই মানিকগঞ্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম

সিংগাইরে মাদ্রাসায় বসার বেঞ্চ-টুল উপহার দিলো জেসিআই মানিকগঞ্জ

সিংগাইরে মাদ্রাসায় বসার বেঞ্চ-টুল উপহার দিলো জেসিআই মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ-টুল প্রদান করেছে  জেসিআই মানিকগঞ্জ। সম্প্রতি মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভার আংগারিয়া গ্রামে অবস্থিত হযরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই বেঞ্চ-টুল মাদ্রাসা কমিটির কাছে হস্তান্তর করা হয়। 

এসম্পর্কে জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের মুল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়নে অংশ নিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে তাদের প্রাপ্য সুবিধা প্রদান করা। তাদের সামনের সারিতে তুলে আনার জন্য টেকসই উন্নয়ন করা।  সেই লক্ষ্যমাত্রা থেকেই আমাদের পরিচালিত কার্যক্রমের একটি অংশ এই প্রকল্প উজ্জীবন।

নিলাভ আরও বলেন, এবছরই আমরা আরেকটি প্রকল্পের মাধ্যমে নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করেছি। যার মাধ্যমে তারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সামাজিক উন্নয়নেও অংশীদার হতে পারে। 

এসময় জেসিআই মানিকগঞ্জের সেক্রেটারি জেনারেল আরিফুল হোসেন বলেন, আমাদের জেসিআই এর প্রজেক্টগুলোতে আমরা এমনকিছু কাজ করি যেখান থেকে এককালীনের পরিবর্তে ক্রমান্বয়ে মানুষ উপকৃত হয়। একইসাথে এই প্রজেক্টগুলো যাতে আর্থসামাজিক উন্নয়নেও ভুমিকা রাখে সেইদিকটায় আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। 

হস্তান্তর অনুষ্ঠানে জেসিআই মানিকগঞ্জের লোকাল ট্রেজারার এম. রেজাউল করিম (আর. কে. জ্যান) বলেন, এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে ৩টি ফেইজে কাজ করবে জেসিআই মানিকগঞ্জ। তারই অংশ হিসেবে উজ্জীবন (ফেইজ ১) এ আমরা এখানকার শিক্ষার্থীদের জন্য ৩০ টি বেঞ্চ-টুল হস্তান্তর করা হয়েছে। 

হযরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমাদের মাদ্রাসায় বাচ্চাদের মাটিতে বসে পড়াশোনা করতে হতো। যেসিআই মানিকগঞ্জের এই উদ্যোগের কারণে এখন থেকে বাচ্চারা টুলে বসে পড়াশোনা করতে পারবে। আমাদের আরো কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।  যা ধীরে ধীরে জেসিআই মানিকগঞ্জের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক সাঈদ আলী কোষাধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন, মাদ্রাসার পরিচালক মাওলানা আশরাফ আলী, জেসিআই মানিকগঞ্জের লোকাল কমিটি চেয়ার আল আমিন, সদস্য নাহিদ সিদ্দিকী, হুমায়ুন কবিরসহ আরো অনেকে। 

উল্লেখ্য, জেসিআই মানিকগঞ্জ জেসিআই বাংলাদেশের একটি সক্রিয় স্থানীয় সংগঠন, যা যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তা বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সম্প্রতি নারী উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ২ হাজার

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ২ হাজার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সালমান শাহ হত্যা মামলা সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App