×

করপোরেট সংবাদ

সাভারে জাপানে কর্মসংস্থানমুখী উচ্চমানের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৮ এএম

সাভারে জাপানে কর্মসংস্থানমুখী উচ্চমানের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

সাভারে জাপানে কর্মসংস্থানমুখী উচ্চমানের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জাপান থেকে আগত অভিজ্ঞ ও বিশেষায়িত প্রশিক্ষক, জাপানি ভাষা শিক্ষক ও জাপান থেকে সংগৃহীত প্রশিক্ষণ-উপকরণের মাধ্যমে ঢাকার সাভারে শুরু হল হাতে-কলমে নিবিড় প্রশিক্ষণ।  

হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)ও হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) এর  যৌথ আয়োজনে, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (TTTI) এর সহযোগিতায় তিন মাস ব্যাপী উচ্চমানের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হল সাভারে অবস্থিত টি টি টি অ্যাই এর প্রশিক্ষণ কেন্দ্রে।

জাপানে উন্নত মানের চাকরি প্রত্যাশী যুবক দের জন্য বিশেষ ভাবে সুযোগ তৈরির লক্ষে গৃহীত দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ব্যাচ এর নিবন্ধনকৃত প্রায় একশত প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। 

হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা ও ট্রাস্ট   টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

জাপান থেকে আগত বিশেষজ্ঞ প্রশিক্ষক দের মধ্যে জাপানি ভাষা প্রশিক্ষক, ইয়ামাগুচি হিরমি, জাপানিজ  স্ক্যাফলডিং প্রশিক্ষক, সাকুতা মাসাকি, হাইপারলিঙ্ক স্কিলস বিজনেস কোঅপারেটিভ এসোসিয়েশন, জাপান এর পরিচালক, লুও গুই ঝেন এবং  ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তোমোহিরো ইয়োশিদা তার বক্তব্যে বলেন বাংলাদেশে প্রচুর তরুণ জনগোষ্ঠী রয়েছে যাদের ইচ্ছাশক্তি অদম্য ও সম্ভাবনা অপরিসীম, কিন্তু জাপানি মান অনুযায়ী প্রশিক্ষণের সুযোগ সীমিত হওয়ায় জাপানে তাদের উন্নত কর্মসংস্থানের তেমন সুযোগ হয়নি, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই আমরা হাই-টেক কর্পোরেশন জাপান,   ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের সাথে যৌথ ভাবে প্রশিক্ষণের আয়োজন করেছি ।    

জাপানে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ, সমস্যা ও সম্ভাবনা সহ নানান দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন হার্টফুল লিমিটেড (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুরাদ হাসান জেনিথ।

তিনি বলেন আমরা বৈধ ও নৈতিক অভিবাসনের পথকে উৎসাহিত করতে বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠান ‘হার্টফুল’ ভিসা প্রসেস থেকে শুরু করে জাপানে স্থায়ী হওয়া, পরিবারের সদস্য দের জাপানে নিয়ে যাওয়াসহ সর্বাঙ্গীণ সহায়তা প্রদান করবে।

জাপানের নির্মাণশিল্পে তীব্র শ্রমিকসংকট মোকাবিলা এবং বাংলাদেশি তরুণদের জন্য আরও ভালো ক্যারিয়ার সুযোগ নিশ্চিত করা এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।  

তিনি বলেন জাপান থেকে যে দক্ষ প্রশিক্ষক বৃন্দ আমাদের প্রশিক্ষণ কোর্সে এসেছেন তাঁদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, যা তাঁদের একটি নিশ্চিত ক্যারিয়ার পথ তৈরি করে দেবে।

বক্তারা আরও বলেন এই কর্মসূচির লক্ষ্য হলো জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট সমাধানের পাশাপাশি বাংলাদেশি তরুণদের জন্য ভবিষ্যৎ গড়ার নতুন পথ উন্মোচন করা। এই প্রকল্পটি উভয় দেশের জন্য একটি বিশাল সুযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামদানির জয়ে ক্ষুব্ধ ইসরায়েলি মন্ত্রীরা, ইহুদিদের শহর ছাড়ার আহ্বান

মামদানির জয়ে ক্ষুব্ধ ইসরায়েলি মন্ত্রীরা, ইহুদিদের শহর ছাড়ার আহ্বান

যে কারণে গ্রেপ্তার হতে পারেন তানজিন তিশা

যে কারণে গ্রেপ্তার হতে পারেন তানজিন তিশা

রাজধানীতে বাড়তে পারে গরমের অনুভূতি

রাজধানীতে বাড়তে পারে গরমের অনুভূতি

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App