যুবলীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম
-679c8ac822248.jpg)
ছবি: সংগৃহীত
সীমান্তের চোরাকারবারের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেল বছরের নভেম্বরে দোয়ারাবাজার থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা জসিম উদ্দিন আওয়ামী লীগ আমলে সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণ করতেন। ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জনসাধারণের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় এমপির আস্থাভাজন হওয়ায় সরকারি উন্নয়ন কাজ নিয়ন্ত্রণ করতেন জসিম উদ্দিন। শুধু তাই নয় নামে-বেনামে ভুয়া প্রকল্প তৈরি করে প্রকল্পের অর্থ লুটপাট, সরকারি ভূমি থেকে পাথর চুরি, স্থানীয় স্কুলের ফান্ড তছরুপের অভিযোগ ছিল যুবলীগ নেতা জসিমের বিরুদ্ধে।