×

ক্রিকেট

সুযোগ পেলে ব্যাটারদের যে সুবিধা কেড়ে নিতে চান শচীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

সুযোগ পেলে ব্যাটারদের যে সুবিধা কেড়ে নিতে চান শচীন

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

ক্রিকেটকে আরো নিখুঁত ও দর্শকবান্ধব করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়মকানুনে পরিবর্তন আনে প্রায়ই। তবে এসব নিয়মের কিছু নিয়ে বিতর্কও থেমে থাকে না। এবার আবারও ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নিয়ে আপত্তি তুললেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সুযোগ পেলে নিয়মটি সরিয়ে দিতেই চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত শচীনকে প্রশ্ন করেন, আপনাকে যদি ক্রিকেটের কোনো একটি নিয়ম বদলাতে বলা হয়, কোনটি বদলাবেন? জবাবে শচীন বলেন, তিনি ডিআরএস বাদ দিতে চান।

আরো পড়ুন : যে কারণে টেস্ট থেকে আচমকা অবসর নিলেন রোহিত

শচীন বলেন, ডিআরএস নেওয়া হয় তখনই, যখন ক্রিকেটার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে না। মানে খেলোয়াড় চান, সিদ্ধান্ত বদলাক। কিন্তু আবার যখন আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে, তখন সেটা যুক্তিসঙ্গত নয়। একজন ক্রিকেটারের যেমন খারাপ সময় যায়, তেমন আম্পায়ারেরও যেতে পারে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলে তাদের ভুলও থেকেই যাবে।

এর আগেও, ২০২০ সালে ব্রায়ান লারার সঙ্গে আলোচনায় আম্পায়ার্স কল বন্ধ করার দাবি তুলেছিলেন শচীন। এলবিডব্লিউয়ের ক্ষেত্রে বলের ৫০ শতাংশ স্টাম্পে না লাগলেও যখন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে, সেটিকেই অযৌক্তিক মনে করেন তিনি। শচীনের মতে, একবার তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলে, প্রযুক্তিকেই পুরোটা কাজ করতে দেওয়া উচিত।

আম্পায়ার্স কল কী?

ডিআরএসের ক্ষেত্রে যখন প্রযুক্তিগত প্রমাণ পুরোপুরি নিশ্চিত নয়, তখন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখাই আম্পায়ার্স কল। যেমন, বল ট্র্যাকিংয়ে দেখা গেল বলের ৫০ শতাংশের কম অংশ স্টাম্পে (বেল বাদে) লেগেছে— তখন সেটি আম্পায়ার্স কল হিসেবে ধরা হয়। তবে এই অবস্থায় ডিআরএস নেওয়া দল তাদের রিভিউ হারায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক চালু, কী প্রভাব পড়বে?

ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক চালু, কী প্রভাব পড়বে?

ইন্টারকানেকশনের ৬৯০ কোটি টাকা কোন খাতে ব্যবহার করছে রবি ও বাংলালিংক?

ইন্টারকানেকশনের ৬৯০ কোটি টাকা কোন খাতে ব্যবহার করছে রবি ও বাংলালিংক?

রায় নিয়ে আপিল শুনানির অনুমতি সর্বোচ্চ আদালতের

তত্ত্বাবধায়ক সরকার রায় নিয়ে আপিল শুনানির অনুমতি সর্বোচ্চ আদালতের

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App