×

ক্যাম্পাস

রুমমেটকে ছুরিকাঘাত

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:২৪ পিএম

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় স্বতন্ত্র ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি জানান, ঘটনার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেয়া হয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যা চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করে। অভিযুক্ত হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন : ডাকসু নির্বাচন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ৪৭১ প্রার্থী, লড়বেন ২৮ পদে

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে জালাল তার রুমমেটকে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করছিল। আমি প্রতিবাদ করলে আমাকে অবৈধ ও বহিরাগত বলে আক্রমণ করে। পরে নিজেকে রক্ষা করতে বাধ্য হই।

হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানান, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর সব বিষয় খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় হলের প্রভোস্টের পদত্যাগের দাবিও উঠেছে। প্রক্টর জানান, শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি জানালে তা পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক চালু, কী প্রভাব পড়বে?

ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক চালু, কী প্রভাব পড়বে?

ইন্টারকানেকশনের ৬৯০ কোটি টাকা কোন খাতে ব্যবহার করছে রবি ও বাংলালিংক?

ইন্টারকানেকশনের ৬৯০ কোটি টাকা কোন খাতে ব্যবহার করছে রবি ও বাংলালিংক?

রায় নিয়ে আপিল শুনানির অনুমতি সর্বোচ্চ আদালতের

তত্ত্বাবধায়ক সরকার রায় নিয়ে আপিল শুনানির অনুমতি সর্বোচ্চ আদালতের

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App