×

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আগামী বছরের বিশ্বকাপ মিশনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই সিরিজকেই বিশ্বকাপ প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। সর্বশেষ শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজই জিতেছে টাইগাররা। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে লাল-সবুজের দল।

এর আগে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারের পর তৃতীয় ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা।

আরো পড়ুন : ক্রীড়াঙ্গনে চীন-বাংলাদেশ বন্ধুত্ব: কিছু অবিস্মরণীয় মুহূর্ত

২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এবারও ফেভারিট হিসেবে মাঠে নামছে টাইগাররা।

ইনজুরি কাটিয়ে নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফিরেছেন, যা দলে নতুন উদ্দীপনা যোগ করেছে। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে তিনি এশিয়া কাপের শেষভাগ, আফগানিস্তান সিরিজ ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি।

টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন লিটন। সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তার ঝুলিতে। বিশ্বকাপের আগে এই দুটি সিরিজকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, এই দুই সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ভালো পারফরম্যান্স করতে পারলে বিশ্বকাপে আমরা অনেক উপকৃত হবো।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আজ জিতলে জয়-পরাজয়ের ব্যবধানে সমতায় ফিরবে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরপিও সংশোধন ইস্যুতে নতুন করে টানাপড়েন শুরু

আরপিও সংশোধন ইস্যুতে নতুন করে টানাপড়েন শুরু

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

এনসিপিকে নতুন প্রতীক দিচ্ছে ইসি, এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি

এনসিপিকে নতুন প্রতীক দিচ্ছে ইসি, এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ‘বিভ্রান্তি’, সরকারের বিবৃতি

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ‘বিভ্রান্তি’, সরকারের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App