শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড থাকা মুশফিকুর রহিম এবার নামবেন তার শততম টেস্টে। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল তার ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে সাবেক এই অধিনায়ক শততম টেস্টে অংশ নেবেন।
ব্যক্তিগত এই মাইলফলকের দিনে মুশফিককে বিসিবি বিশেষ সম্মাননা দিতে চায়। মিরপুর হোম অব ক্রিকেটে তার পরিবারকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ক্রিকেটারদের স্বাক্ষরিত ক্রেস্টসহ একটি ব্যাটও উপহার হিসেবে দেওয়া হবে। ফলে ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়ামে মুশফিকের প্রতি বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের ভক্ত ও সমর্থকদের উচ্ছ্বাস ও উদযাপন চোখে পড়ার মতো হবে।
ক্রিকেটভক্তদের অনেকের প্রশ্ন—শততম ম্যাচ খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন মুশফিক? জানা গেছে, তিনি লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক শুধুমাত্র টেস্ট ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন।
আরো পড়ুন : যৌন হয়রানির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করলেন মুশফিক
এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, অবশ্যই এটা একটি বড় অর্জন। আমরা চাই ওই দিন বা পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। এমন অর্জন আমাদের দেশে আগে হয়নি। তাই আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করব।
আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। চলতি বছর সমালোচনার মুখে ওয়ানডে ক্রিকেটও ত্যাগ করেছেন। শান্ত আশা প্রকাশ করেছেন, মিরপুরে শততম টেস্ট খেলার পরও মুশফিক টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। তিনি বলেন, আমার আশা, মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও খেলতে থাকবেন। এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে খুবই প্রয়োজন।
