আইপিএল
৪ কোটি টাকায় মোস্তাফিজকে নিল কোহলির বেঙ্গালুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
আইপিএল ২০২৬ মিনি নিলামকে সামনে রেখে ক্রিকেটভক্তদের আগ্রহ তুঙ্গে। এই উত্তেজনার মধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে একটি মক নিলামের আয়োজন করেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ডিসেম্বর আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিতব্য মূল নিলামের আগে এই মক নিলাম ভক্তদের বাস্তব নিলামের অনুভূতি দেয়।
মক নিলামটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল বিশেষ আনন্দের। দুই দিনের নিলামেই দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
প্রথম দিনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বড় আকর্ষণ ছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নেয় ৩ কোটি ৫০ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭২ লাখ টাকা।
দ্বিতীয় দিনে আসে আরেকটি সুখবর। গুজরাট টাইটান্স তরুণ অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে তার বেস প্রাইস ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায়। শেষ দিকে ব্যাট করতে সক্ষম বোলিং অলরাউন্ডার হিসেবে তানজিমকে ভবিষ্যৎ সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখছে অনেক দল।
এই মক নিলামে মোট ৩৫৯ জন খেলোয়াড় তালিকাভুক্ত ছিলেন। বিভিন্ন দলের জন্য খালি ছিল ৭৭টি জায়গা। নিলামের সবচেয়ে বড় দর ওঠে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে। তাকে নিতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত ২১ কোটি রুপি দিয়ে গ্রিনকে দলে নেয় চেন্নাই।
কলকাতা নাইট রাইডার্স পরে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে লিয়াম লিভিংস্টোনকে দলে টানে এবং ভেঙ্কটেশ আইয়ারকে নেয় ১৭ কোটি ৫০ লাখ রুপিতে।
মক নিলামে আরো কয়েকজন পরিচিত নাম নজর কাড়েন। আগের বড় নিলামে অবিক্রীত থাকা পৃথ্বি শকে এবার ৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। অভিজ্ঞ স্পিনার খুঁজতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ রবি বিষ্ণোইকে নেয় ১০ কোটি ৫০ লাখ রুপিতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাদের বোলিং শক্তিশালী করতে শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানাকে দলে ভেড়ায় ৭ কোটি রুপিতে।
