×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে শিশু, নারী ও পুরুষসহ মোট ১৫ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিজিবির কঠোর নজরদারির মধ্যেই ওই ১৫ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে পাঠানো হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিভীষণ বিওপির একটি টহল দল তাদের আটক করে এবং গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৪টার দিকে গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) দায়িত্বপূর্ণ বিভীষণ বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থান থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, নয়জন নারী ও দুইজন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শনিবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

আরো পড়ুন : হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে, এমন তথ্য নেই পুলিশের কাছে

আটক ব্যক্তিদের নাম ও ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বলেন, বিজিবি পুশ ইন হওয়া নাগরিকদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হবে। পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আরো ৮ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল বিএসএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

ওসমান হাদিকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে

ওসমান হাদিকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে

শান্তিরক্ষীদের প্রাণহানি: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

শান্তিরক্ষীদের প্রাণহানি: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে

মির্জা ফখরুল স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App