রাজধানীতে পুলিশ হত্যাকাণ্ডে ৩ ছিনতাইকারী জড়িত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৪:১৩ পিএম
- ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ১৪৫ ছিনতাইকারী
ডিএমপির এ কর্মকর্তা বলেন, এবার ঈদে দুটি বড় ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। এরমধ্যে একটি ঘটনা হচ্ছে, ঈদের দিন রাতে হাতিরঝিল এলাকায় একজন সাংবাদিক ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হওয়া। আর অন্য আরেকটি হচ্ছে আমাদের একজন পুলিশ কনস্টেবল ছিনতাইকারীদের হামলায় ফার্মগেট এলাকায় নিহত হয়েছেন।
তিনি আরো বলেন, এর মধ্যে সাংবাদিককে আহত করার ঘটনায় জড়িত হামলাকারীদের আমরা শনাক্ত করে ফেলেছি। এ বিষয়ে খুব দ্রুতই আমরা সুসংবাদ দিতে পারব বলে আশা করি। কনস্টেবল মনিরুজ্জামানের হত্যাকাণ্ডে জড়িত ৩ ছিনতাইকারীকে গত ৪৮ ঘণ্টায় আমরা গ্রেপ্তার করেছি।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আরো কিছু কাজ আমাদের বাকি রয়েছে। তবে হত্যাকাণ্ডের সরাসরি যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি।
মনিরুজ্জামানের হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে ডিএমপির এই অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঘটনার দিন ভোর রাতে কনস্টেবল মনিরুজ্জামান শেরপুর থেকে বাসে করে ঢাকায় আসে। ছিনতাইয়ের শিকার হওয়ার আগে সে ফার্মগেট ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল রাস্তা পারাপার হওয়ার জন্য।
এসময় ৩ ছিনতাইকারীদের মধ্যে একজন প্রথমে কনস্টেবল মনিরুজ্জামানের রাস্তা অবরোধ করে তার কাছে মানিব্যাগ চায়। কিন্তু সে মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিহত করার চেষ্টা করে।
তবে ছিনতাইকারী ৩ জন হওয়ায় তিনি তাদের সঙ্গে পেরে উঠেননি। তখন ছিনতাইকারীরা মনিরুজ্জামানের শরীরে একাধিক জায়গায় আঘাত করে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার নিহত মনিরুজ্জামানের বিষয়ে বলেন, কনস্টেবল মনিরুজ্জামান প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা নিতেন না। তিনি খুব সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে আমরা গর্ব করি যে বাংলাদেশ পুলিশে এ ধরনের কনস্টেবল আছে। তার বয়স মাত্র ৪০ বছর, এসময় তাকে আমরা হারিয়েছি।
