রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর রামপুরা উলন এলাকায় তাঁর ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, গত ২৩ জুন হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়া মনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন। ওই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরেকজনকে আসামি করা হয়েছে।
পরবর্তীতে গত ১২ নভেম্বর সিএমএম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে তিনি রিয়াকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন পরিবারের সঙ্গে মীমাংসার কথা বলে হাতিরঝিল থানার কাছে একটি বাসায় রিয়াকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের গালাগাল করেন।
অভিযোগে আরো বলা হয়েছে, পরে তারা রিয়ার বর্তমান বাসায় জোরপূর্বক ঢুকে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে গুরুতর জখম সৃষ্টি করে। এসময় তাঁর গলার দেড় ভরি সোনার চেইন চুরি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
