×

খেলা

কলকাতায় মেসির সফরে চরম অব্যবস্থাপনা, প্রধান আয়োজক আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

কলকাতায় মেসির সফরে চরম অব্যবস্থাপনা, প্রধান আয়োজক আটক

ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনার শিকার হন দর্শকরা। গ্যালারিভর্তি ফুটবলপ্রেমীরা মেসি, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজদের ঠিকমতো দেখতেই পাননি। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকদের একাংশ স্টেডিয়ামের আসন ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা এবং মাঠে ঢুকে পড়ার মতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এই ঘটনায় অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানান, এ ঘটনায় একটি এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, কোন ধারায় মামলা হবে, তা বিবেচনা করা হচ্ছে। বিশৃঙ্খলার ঘটনা সল্টলেক স্টেডিয়াম এলাকাতেই সীমাবদ্ধ রাখা গেছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারা দায়ী, তা চিহ্নিত করা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

সমর্থকদের ক্ষোভকে যৌক্তিক বলেও মনে করছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ভক্তরা খুবই বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন। কোথায় কী ধরনের দুর্বলতা ছিল এবং কারা এর জন্য দায়ী—তা খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজিব কুমার জানিয়েছেন, বর্তমানে সল্টলেক ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আয়োজকদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চেয়েছে পুলিশ। শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এটি আয়োজক কমিটির চূড়ান্ত অব্যবস্থাপনার উদাহরণ। ভুক্তভোগী দর্শকদের অর্থ ফেরত দেওয়া হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে সংযত থাকার অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন : কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রসঙ্গত, মেসিকে এক নজর দেখতে সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত-সমর্থক। সেখানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। সফরের প্রথম দিন সকাল সাড়ে ১১টার দিকে মেসির গাড়ি যুব ভারতী স্টেডিয়ামে প্রবেশ করে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরেন অসংখ্য মানুষ। মেসি স্টেডিয়ামে পৌঁছাতেই অন্তত ৭০-৮০ জনের ভিড় তাকে ঘিরে ফেলে, যাদের মধ্যে মন্ত্রী ও বিভিন্ন কর্তাব্যক্তির সংখ্যাই বেশি ছিল। আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। ক্যামেরা ও মোবাইল ফোন হাতে তার সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েন তারা।

নিরাপত্তারক্ষীদের বেষ্টনী থাকলেও গ্যালারি থেকে মেসিকে দেখা যাচ্ছিল না। চড়া দামে টিকিট কেটে আসা দর্শকদের শেষ ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেখানেও পরিষ্কারভাবে কিছু দেখা যায়নি। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসির পরিচিতি পর্বেও তাকে ঘিরে প্রচণ্ড ভিড় দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা দিতে হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ পর্যন্ত দুপুর ১১টা ৫২ মিনিটে মাঠ ছেড়ে যান লিওনেল মেসি। এর পরপরই শুরু হয় দর্শকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App