×

ঢাকা

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:১৫ পিএম

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

গোপালগঞ্জ পৌর কবরস্থানের ফটক। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিন জনের মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নিহতরা হলেন- রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা।

সোমবার (২১ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে মামলার তদন্ত কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি ও পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ সবার আগে উত্তোলন করব। এরপর পর্যায়ক্রমে বাকি দুই জনের মরদেহও উত্তোলন করা হবে।’

আরো পড়ুন : গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২,৬০০, গ্রেপ্তার ১৬৭

গত শনিবার (১৯ জুলাই) রাতে সংঘর্ষের ঘটনায় সদর থানার চারজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে চারটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে তিনটি মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও নতুন কোনো সহিংসতার শঙ্কা এড়াতে সবপক্ষকে সতর্ক নজরদারিতে রাখা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App