×

ঢাকা

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:৪৮ এএম

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের আরোহী নিহত

মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই তরুণ। তাদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। 

নিহতরা হলেন— আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। এছাড়া আহত যুবকের নাম ইমন (২০)।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই রাতে তারা চারজন একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। 

এ সময় বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। তখনই ঢাকা থেকে মাওয়ার দিকে আসা একটি প্রাইভেটকার তাদের ওপর উঠে যায়।

স্থানীয়রা আরও জানান, প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকিদের দ্রুত স্থানীয় নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তে চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপকূলীয় অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

উপকূলীয় অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাড়ে ৫ কোটি মার্কিন ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা

সাড়ে ৫ কোটি মার্কিন ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা

বিশ্বের প্রবীণতম মানুষের ১১৬তম জন্মদিন পালন

বিশ্বের প্রবীণতম মানুষের ১১৬তম জন্মদিন পালন

অবৈধ অভিবাসীদের ট্রাম্প উগান্ডা পাঠাচ্ছেন

অবৈধ অভিবাসীদের ট্রাম্প উগান্ডা পাঠাচ্ছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App