ইতিহাস গড়লো শাকিব–মিমির ‘দুষ্টু কোকিল’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:২২ এএম

শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
মাত্র এক বছরে ইউটিউবে ৫০ কোটি ভিউ অতিক্রম করেছে শাকিব খান ও মিমি চক্রবর্তীর বহুল আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। দেশীয় বাংলা সিনেমার কোনো গানের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। রায়হান রাফীর পরিচালিত ‘তুফান’ সিনেমার জন্য গানটি চিত্রায়িত হয়েছে।
২০২৩ সালের পবিত্র ঈদুল আজহার মৌসুমে মুক্তি পাওয়া গানটি চরকির ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার বার, আর এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে ভিউ ১৫ কোটি ৯ লাখ ছাড়িয়ে গেছে। অফিশিয়ালি মুক্তির এক বছরের মধ্যেই দুই চ্যানেলে মিলিয়ে মোট ভিউ ৫০ কোটি ছাড়িয়ে গেছে।
‘দুষ্টু কোকিল’-এর কথা ও সুর করেছেন কলকাতার গায়ক আকাশ সেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কনা ও আকাশ সেন নিজেই।
আকাশ সেন জানালেন, গানটি প্রথমে অন্য একটি সিনেমার জন্য বানানো হয়েছিল। কিন্তু প্রযোজক পছন্দ না করায় গানটি নিজের কাছে রেখে দেন। পরে গায়িকা কনা গানটি রায়হান রাফীকে শোনান, তিনি ‘তুফান’ সিনেমার জন্য গানটি চূড়ান্ত করেন।
আরো পড়ুন : উত্তরায় বিমান দুর্ঘটনা: যে আহ্বান জানালেন শাকিব খান
আকাশ বলেন, আমার বাড়ির পাশে একটি আমগাছ আছে। বসন্তে সেখানেই কোকিল ডাকাডাকি করে। এক কোকিল আরেক কোকিলকে মুগ্ধ করতেই ডাকাডাকি করে। সেখান থেকেই ‘দুষ্টু কোকিল’-এর জন্ম।
গানটির দৃশ্যে দেখা যায়, কলকাতার একটি পানশালায় পারফর্ম করছেন মিমি চক্রবর্তী। মিমিকে দেখেই প্রেমে পড়েন নায়ক শাকিব খান। শুটিং হয়েছিল কলকাতাতেই, শুটিংয়েও উপস্থিত ছিলেন আকাশ সেন। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে আকাশ বলেন, শাকিব ভাই আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সারা জীবন মনে রাখব।
ভিউয়ের এই সাফল্যকে শ্রোতাদের প্রতি উৎসর্গ করে আকাশ সেন বলেন, যে কোনো শিল্পীর কাছে এর চেয়ে বড় প্রাপ্তি নেই। শ্রোতারাই সবকিছু। আমার প্রতিটি গানের পেছনে থাকে লাখো-কোটি শ্রোতার স্বপ্ন আর আবেগ।
গানটির রেকর্ড সাফল্যে উচ্ছ্বসিত গায়িকা কনা বলেন, এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা যোগ করেছে। এত মানুষের ভালোবাসা পেয়েছি, এজন্য আমি কৃতজ্ঞ। এই কৃতিত্ব শুধু আমাদের নয়, আপনাদের—প্রিয় শ্রোতাদের।
‘দুষ্টু কোকিল’-এর সাড়া শুধু বাংলাদেশে নয়, কলকাতা ও ভারতের অন্যান্য রাজ্য, এমনকি ব্যাংককেও এর সুর বাজছে বলে জানিয়েছেন আকাশ সেন। বন্ধুরা ব্যাংকক থেকে ফোন করে জানিয়েছেন, নানা পার্টিতে এই গান বাজানো হচ্ছে।