×

ঢালিউড

যে কারণে ক্ষুব্ধ পরীমণি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম

যে কারণে ক্ষুব্ধ পরীমণি

পরীমণি। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা যেন থামছেই না। সম্প্রতি ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়ে যে, পরীমণি নাকি তার দত্তক কন্যা প্রিয়মকে পরিবারে ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি নেটিজেনদের একাংশের অভিযোগ, তিনি একমাত্র ছেলে পদ্মকে নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেও, প্রিয়মকে খুব একটা সামনে আনেন না।

এই বিষয়গুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ক্ষোভ উগরে দিয়ে পরী জানান, তার ব্যক্তিগত জীবনে অন্যের অযাচিত মন্তব্য তিনি আর সহ্য করবেন না।

পোস্টের শুরুতেই তিনি লেখেন, কিছুদিন ধরে খেয়াল করছি, কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। কেউ পোস্ট দিচ্ছেন আমাকে ট্যাগ করে, কেউবা কমেন্ট করছেন ‘দত্তক মেয়েটা কই?’ ‘আর দেখি না তাকে’এমন নানা মন্তব্য। ভাই, মেয়েটা আমার! ‘দত্তক দত্তক’ বলে আপনাদের এত মজা কেন লাগে, বুঝি না।

পরীমণি লেখেন, আমি খেয়াল করেছি, যখনই মেয়ের ছবি বা ভিডিও দেই, কিছু মানুষ যেন কন্টেন্ট পেয়ে যায়। তারা ‘দত্তক’ শব্দটা জুড়ে দিয়ে ক্যাপশন বানিয়ে ভিউ ব্যবসা শুরু করে দেয়। সবাই শুনে রাখুন, আমার মেয়ে কোনো কনটেন্ট বা বিজনেস এলিমেন্ট না। ইচ্ছে হলে ছবি দেব, না হলে দেব না। এত সোজা কথা মাথায় ঢুকিয়ে নিন। আমার বাচ্চাদের নিয়ে কমেন্টে কমেন্টে তল্লাশি চালাবেন না। আমি তাদের খালে ফেলে দেইছি এই শুনলে খুশি হবেন?

আরো পড়ুন : আমেরিকায় শাকিব-বুবলির ঘোরাঘুরি, যা বললেন অপু

নিজের সন্তানদের নিয়ে ঘরোয়া জীবনের কথাও জানান তিনি। লিখেছেন, আমাদের মতো শিল্পীরাও একটা সাধারণ জীবন যাপন করি। আমি নিজে তেল মেখে আরাম করে ঘরের কাজ করি। যদি অসুস্থ না থাকি বা শুটিংয়ে না থাকি, তবে দুই বাচ্চার খাওয়া-দাওয়া থেকে সব কাজ আমিই করি। আর এটা নতুন কিছু না। এর আগেও আমি আমার নানা ভাইয়ের জন্য রান্না করতাম, তার সব দায়িত্ব নিজের হাতে সামলেছি।

এই পোস্টে পরীমণি দুই সন্তানকে খাওয়ানোর একটি ভিডিও-ও শেয়ার করেছেন। পরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে অনাধিকার চর্চা করলে তা আর সহ্য করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন বাংলাদেশ গঠনের রূপান্তরের শুরু : ফখরুল

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন বাংলাদেশ গঠনের রূপান্তরের শুরু : ফখরুল

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

ভারতকে শুল্ক হুঁশিয়ারির পরই মস্কোতে দোভাল

ভারতকে শুল্ক হুঁশিয়ারির পরই মস্কোতে দোভাল

কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App