×

অর্থনীতি

কৃষি

গ্যাসের দাম বাড়ায় যেন ‘ইউরিয়া’র দাম না বাড়ে

Icon

হরলাল রায় সাগর

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

গ্যাসের দাম বাড়ায় যেন ‘ইউরিয়া’র দাম না বাড়ে

ছবি : সংগৃহীত

দেশের সার কারখানাগুলোতে ব্যবহৃত প্রধান কাঁচামাল গ্যাসের প্রায় দ্বিগুণ দাম বাড়িয়েছে সরকার। এতে সার উৎপাদন খরচও বাড়বে। এক্ষেত্রে কৃষক পর্যায়ে সারের দাম না বাড়িয়ে সরকারকে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। সার ব্যবহারকারী কৃষক পর্যায়ে সারের দাম বাড়ানো হলে শুধু কৃষিতেই নয়, ভোক্তা থেকে শুরু করে নানা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। 

সরকার গত রবিবার সার কারখানায় গ্যাসের দাম বাড়িয়েছে। প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৩ টাকা বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে। ফলে সার কারখানাগুলোতে সারের উৎপাদন খরচও বাড়বে। বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে ৩৮ টাকার মতো। বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকা দামে। আর বিসিআইসি ডিলারদের কাছে বিক্রি করছে ২৫ টাকায়। এতে ট্রেড গ্যাপ কেজিতে ১৩ টাকা ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। 

দেশে সরকারিভাবে ইউরিয়া সার উৎপাদনের জন্য পাঁচটি কারখানা রয়েছে। এগুলো হলো- চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড, সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি। এছাড়া একটি ডিএপি ও একটি টিএসপি সার কারখানা আছে। এই সার কারখানাগুলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে। এই সার কারখানাগুলোর প্রধান কাঁচামাল গ্যাস।

বিসিআইসি সূত্র জানায়, এখন গ্যাসের অভাবে পাঁচটির মধ্যে তিনটি ইউরিয়া সার কারখানা বেশ কিছুদিন অস্থায়ীভাবে বন্ধ ছিল। এর মধ্যে চট্টগ্রামের সিইউএফএল গত ২ নভেম্বর থেকে উৎপাদনে ফিরেছে। গতকাল থেকে জামালপুরের জেএফসিএলে গ্যাস সংযোগ দেয়ায় ফের উৎপাদনে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। এসব ইউরিয়া সার কারখানায় গত বছরে উৎপাদিত হয়েছে ৬ লাখ ৭২ হাজার মে. টন। ডিএপি ও টিএসপি সার উৎপাদন হয় বছরে ১ লাখ থেকে ১২০ হাজার টনের মতো। দেশে ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ টনের মতো। এ হিসাবে চাহিদার মাত্র ২০ শতাংশ ইউরিয়া সার উৎপাদিত হয়। ফলে বাকি সার আমদানি করে চাহিদা পূরণ করতে হচ্ছে।  

এ প্রসঙ্গে কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক জাহাঙ্গীর আলম ভোরের কাগজকে বলেন, ইউরিয়া সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোয় সার উৎপাদনে খরচ বাড়বে। এ কারণে সরকার যদি ভোক্তা অর্থাৎ কৃষক পর্যায়ে সারের দাম বাড়ায় তাহলে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে। কৃষিপণ্য উৎপাদন খরচ বাড়বে। পাশাপাশি কৃষিপণ্যের ভোক্তা সাধারণসহ বিভিন্ন পর্যায়ে এর প্রভাব পড়বে। আর যদি সরকার সার ব্যবহারকারী কৃষক পর্যায়ে দাম না বাড়ায় তাহলে কৃষি উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। তাই তিনি সরকারকে কৃষক পর্যায়ে সারের দাম না বাড়ানোর পরামর্শ দেন। সরকারকে এই পলিসিতে অটল থাকতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে সরকার সার উৎপাদনকারী সংস্থা বিসিআইসিকে ভর্তুকি দিতে পারে। এতে সরকারের তেমন একটা অর্থ খরচ হবে না। কারণ, চাহিদার মাত্র ২০ শতাংশ সার উৎপাদন করে বিসিআইসি। বাকি সার বিদেশ থেকে আমদানি করে চাহিদা মেটানো হয়। গ্যাসের দাম বাড়ানোর কারণে আমদানি করা সারের দাম তো আর বাড়বে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য দিলো সরকার

গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য দিলো সরকার

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি

গ্যাসের দাম বাড়ায় যেন ‘ইউরিয়া’র দাম না বাড়ে

কৃষি গ্যাসের দাম বাড়ায় যেন ‘ইউরিয়া’র দাম না বাড়ে

চট্টগ্রাম বন্দর: রাখঢাকে প্রশ্ন, বাড়ছে উত্তাপ

চট্টগ্রাম বন্দর: রাখঢাকে প্রশ্ন, বাড়ছে উত্তাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App