৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এ লটারিতে চূড়ান্ত করা কর্মকর্তাদের আজ আনুষ্ঠানিকভাবে পদায়ন করা হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লটারির জন্য প্রথমে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে ৬৪ জেলায় কর্মরত এসপিদের নিয়ে একটি তালিকা তৈরি করা হয়। তালিকা প্রণয়নের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি আনুগত্য নেই—এমন কর্মকর্তা এবং কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে—এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়। পরবর্তীতে তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে জেলার এসপি নির্ধারণ করা হয়।
পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে নিয়ে কোনো প্রকার বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে মাঠপর্যায়ে সম্পূর্ণ নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত হবে বলে আশা করছেন তাঁরা।
এসপিদের পদায়নের প্রজ্ঞাপন




