একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৭ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ‘একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মব উস্কে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে’ বলে অভিযোগ তুলেছে ঢাবি ছাত্রদল।
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষ দিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে এই সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংবাদ সম্মেলনে ‘একদল শিক্ষার্থী ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে’ বলে অভিযোগ তোলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। ‘মব উস্কে দিয়ে’ ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এই ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছে বলে জানিয়েছে তারা। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান করা হয়েছে।