×

তথ্যপ্রযুক্তি

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নীতিমালায় বড় পরিবর্তন আনছে টিকটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নীতিমালায় বড় পরিবর্তন আনছে টিকটক

ছবি: সংগৃহীত

ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটক কমিউনিটি গাইডলাইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল হেড অফ ট্রাস্ট অ্যান্ড সেইফটি সন্দিপ গ্রোভার জানিয়েছেন, নতুন নিয়মগুলো ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন কমিউনিটি গাইডলাইনে প্রতিটি নীতির জন্য একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ থাকবে। তবে কেবল ফরম্যাটই পরিবর্তন হচ্ছে না। মিথ্যা তথ্যের জন্য নতুন নিয়ম চালু করবে টিকটক। জুয়া, মদ, তামাক, মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্রিত করে একটি নীতিতে আনবে প্রতিষ্ঠানটি। বুলিয়িং নীতিও পরিশোধন করার পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে তারা।

বর্তমান কমিউনিটি গাইডলাইন এবং আগামী মাস থেকে কার্যকর নতুন নিয়মগুলো তুলনা করা সম্ভব। নতুন নিয়মে নিরাপত্তা ও ভদ্রতা, মানসিক স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা, নিয়ন্ত্রিত পণ্য ও সেবা এবং প্রাইভেসি সংক্রান্ত নিয়মগুলো প্রথম পাতায় দেখা যাবে। আগে মূল পাতায় কেবল কনটেন্ট মডারেশন সংক্রান্ত একটি বিভাগ ছিল। 

নতুন নিয়মে সেখানে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। আগে লেখা ছিল, প্ল্যাটফর্মকে নিরাপদ, বিশ্বাসযোগ্য ও প্রাণবন্ত রাখতে সৃজনশীল প্রকাশ এবং ক্ষতি রোধের মধ্যে সমতা রাখা প্রয়োজন। এখন লেখা হয়েছে, টিকটক সবার জন্য নিরাপদ, মজাদার ও সৃজনশীল জায়গা হোক। এখান থেকে আগের ‘বিশ্বাসযোগ্য’ শব্দটি সরানো হয়েছে।

ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিসিটি -এর মধ্যে থাকা মিসইনফরমেশন বা ভুল তথ্য সংক্রান্ত বিভাগ মূলত আগের মতোই আছে। তবে কিছু ভাষাগত পরিবর্তন করা হয়েছে। উদাহরণ হিসেবে, আগের নিয়মে বলা ছিল জরুরি অবস্থার বিষয়ে যাচাই করা তথ্য ছাড়া ফর ইউ ফিড-এ দেখানো যাবে না। নতুন নিয়মে একই বিষয় বলা হয়েছে ‘সংকট ও বড় ধরনের নাগরিক ঘটনা’ সম্পর্কেও।

অ্যাকাউন্ট ও ফিচার সংক্রান্ত অংশেও পরিবর্তন আনা হয়েছে। এখানে টিকটক লাইভ, সার্চ, এক্সটার্নাল লিংক, কমেন্ট, ডাইরেক্ট মেসেজ এবং মনিটাইজেশন সংক্রান্ত নিয়মাবলি রয়েছে। এই অংশটি সম্প্রসারিত করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে কোন কাজগুলো নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে। কমেন্ট অংশেও পরিবর্তন আনা হয়েছে। টিকটক বলছে, যেসব কমেন্ট ‘আলাপে কোনো অবদান রাখে না,’ যেমন অশ্লীল বা আপত্তিকর মন্তব্য, সেগুলোকে নীচের দিকে জায়গা দেয়া হতে পারে।

সন্দিপ গ্রোভার বলেন, এই পরিবর্তনগুলো ক্রিয়েটর, বিশেষজ্ঞ, অ্যাপটির রিজিওনাল অ্যাডভাইজরি কাউন্সিল এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনার ভিত্তিতে আনা হয়েছে। নতুন নিয়মগুলো প্রয়োগ করার জন্য টিকটক মানব এবং এআই মডারেটরদের প্রশিক্ষণ দিয়েছে। নীতিমালা কার্যকর করার জন্য অ্যাপটি ‘আধুনিক প্রযুক্তি’ যেমন এআইয়ে বিনিয়োগ করা চালিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

ডাকসু নির্বাচন: মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

ডাকসু নির্বাচন: মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীতে বড় নিয়োগ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীতে বড় নিয়োগ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ আগস্ট, একনজরে সারাদিন

১৮ আগস্ট, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App