×

শিক্ষা

ডাকসু নির্বাচন: মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩০ পিএম

ডাকসু নির্বাচন: মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেয়া হয়েছে। একই সঙ্গে মব সৃষ্টি করে আটকে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছে ঢাবি ছাত্রদল। সোমবার (১৮ আগস্ট) মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা বিষয়টি জানান। 

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঢাবি শিক্ষার্থী এবং ছাত্রদলের দীর্ঘদিনের প্রাণের দাবি। যদিও ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি স্পষ্ট, তারপরও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব নেতাকর্মীকে যথানিয়মে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, সাংগঠনিক নির্দেশনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব নেতাকর্মী দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এরই অংশ হিসেবে ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ নিজ হল সংসদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিতে গেলে, প্রশাসনের ভূমিকা পালনকারী একদল শিক্ষার্থী বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এসময় তারা ওই শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধা প্রদান করে।

গণেশ চন্দ্র রায় সাহস অভিযোগ করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সেসময় ওই হলের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি, একটি অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন আয়োজনের জন্য ক্যাম্পাসের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য মব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে এদিন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে গড়ে ওঠা আনন্দঘন পরিবেশে যখন আমরা প্রথমদিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাই, তখনই বাধার মুখে পড়তে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

ডাকসু নির্বাচন: মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

ডাকসু নির্বাচন: মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীতে বড় নিয়োগ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীতে বড় নিয়োগ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ আগস্ট, একনজরে সারাদিন

১৮ আগস্ট, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App