×

বিনোদন

নতুন রহস্যের সন্ধানে ফিরছেন শার্লক হোমস

কুদরত উল্লাহ

কুদরত উল্লাহ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

নতুন রহস্যের সন্ধানে ফিরছেন শার্লক হোমস

ছবি: সংগৃহীত

তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। গোয়েন্দা চরিত্রের জন্য পৃথিবীজোড়া খ্যাতি তার। যিনি তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং যুক্তির মাধ্যমে জটিল সব রহস্যের সমাধান করেন। বলছি শার্লক হোমসের কথা। স্যার আর্থার কোনান ডয়েলের কালজয়ী এক সৃষ্টি চরিত্র এটি। যার সঙ্গী হিসেবে বিখ্যাত আরেক চরিত্র ডক্টর জন ওয়াটসন।

বন্ধুকে নিয়ে অনেক রহস্যের সমাধান করতে শার্লক হোমস উঠে এসেছেন সিনেমার পর্দাতেও। যার শুরুটা হয়েছিল ১৯০০ সালে। এরপর বহুবার বহু অভিনেতা চরিত্রটিকে সিনেমায় জনপ্রিয় করেছেন।

সর্বশেষ শার্লক হোমস মুভি সিরিজে যুক্ত হন আইরনম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। ২০০৯ সালে সিরিজের প্রথম কিস্তি ‌‘শার্লক হোমস’ মুক্তি পায়। সেখানে শার্লকের বন্ধু ডক্টর ওয়াটসন চরিত্রে অভিনয় করেন জুড ল। ২০১১ সালে এর সিক্যুয়েল ‘শার্লক হোমস: এ গেম অফ শ্যাডোস’ মুক্তি পায়।

শার্লকের ভক্তদের জন্য নতুন খবর, নির্মাণ হতে যাচ্ছে এই সিরিজের তৃতীয় সিনেমা। জুড ল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে ওয়ার্নার ব্রস ঘোষণা করে, তারা সিরিজের তৃতীয় মুভিটি তৈরি করবে। সেখানে রবার্ট ডাউনি জুনিয়র এবং জুড ল ফিরে আসবেন শার্লক ও ওয়াটসন চরিত্রে। এরপর অনেকটা সময় কেটে গেছে। ছিলো না কোনো আলোচনাই। এবার জুড ল জানিয়েছেন, সিনেমাটির কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, ‘ছবিটি বানানোর জন্য সবাই শক্তিশালী ইচ্ছা নিয়ে এগুচ্ছে। খুব দ্রুতই অনেক তথ্য পাওয়া যাবে। সঠিক সময়ে সঠিক টিম নিয়ে প্রকাশ্যে আসবে নতুন গল্প।’

তিনি আরও বলেন, প্রথম দুটি সিনেমা তৈরি করার সবচেয়ে ভালো অংশ ছিল রবার্ট ডাউনি জুনিয়র এবং তার স্ত্রী সুসানের সঙ্গে তার বন্ধুত্ব। তিনি আশা করেন তারা তৃতীয় সিনেমা তৈরি করবেন। তিনি যোগ করে বলেন, ‘আমি মনে করি স্ক্রিপ্টের একটি নতুন ভার্সন আছে যা আমি এখনও পড়িনি। এরপর প্রশ্ন হচ্ছে, এটি কতটা ব্যয়বহুল এবং আমরা এটি তৈরি করতে পারব কিনা।’

গত বছর প্রযোজক সুসান ডাউনি বলেছিলেন, তারা এখনও সিনেমাটি নিয়ে কাজ করছেন। এটি তার এবং রবার্টের জন্য গুরুত্বপূর্ণ।

তৃতীয় সিনেমাটি প্রথমে ২০২০ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। তারপর তা ২০২১ সালের ২২ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়। পরে সেই তারিখটিকেও মুক্তির ক্যালেন্ডার থেকে সরিয়ে নেওয়া হয়। পরিচালক ডেক্সটার ফ্লেচার তখন জানান, কোভিড-১৯ মহামারি জন্য ছবিটি শুরু করা যায়নি।

ধারণা করা হচ্ছে নতুন বছরের শুরুতেই আসবে শার্লক হোমস সিরিজের তৃতীয় ছবির আনুষ্ঠানিক ঘোষণা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সালমান শাহ হত্যা মামলা ২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

বছরের সর্বোচ্চ সংক্রমণ

ডেঙ্গু পরিস্থিতি বছরের সর্বোচ্চ সংক্রমণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App