মুফতিকে বিয়ে করলে জমি উপহার পাবেন রাখি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

ছবি: সংগৃহীত
বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারো আলোচনায় এসেছেন। এবার তার ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি পাকিস্তানি নাগরিককে বিয়ে করার ইচ্ছা প্রকাশের পর থেকে নানা ঘটনার মুখোমুখি হচ্ছেন এই অভিনেত্রী।
রাখির পাকিস্তানি নাগরিককে বিয়ে করার ইচ্ছার কথা জানাজানি হলে তিনি নিজ দেশের অনুরাগীদের কটাক্ষের মুখে পড়েন। তবে পাকিস্তানি অভিনেতা ও ব্যবসায়ী দোদি খানের সঙ্গে তার বিয়ের কথা একপ্রকার ঠিক হয়েই গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দোদি খান বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এতে রাখি হতাশ হন এবং শুরু হয় নানা জলঘোলা।
দোদি খানের সরে আসার পর পাকিস্তান থেকেই আসে নতুন বিয়ের প্রস্তাব। এবার প্রস্তাব দেন পাকিস্তানের পেশায় মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাভি। তবে রাখি তার প্রস্তাবে সাড়া দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মুফতি কাভির এই প্রস্তাব নিয়ে চাঞ্চল্য আরো বেড়ে যায় যখন পাকিস্তানের এক ধনী জমিদার সরদার মুজাফফর কলাচি রাখির জন্য পুরস্কারের ঘোষণা দেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাখি যদি মুফতি কাভিকে বিয়ে করেন, তবে তাকে উপহার হিসেবে ৩৫ কোটি রুপির জমি দেয়া হবে। পাশাপাশি হীরা ও সোনার গয়না, রোলেক্স এবং ওমেগা ঘড়ি, ও প্রিমিয়াম পারফিউমও উপহার হিসেবে পাবেন।
এই পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ রাখির ব্যক্তিগত পছন্দকে সম্মান জানাচ্ছেন, আবার কেউ এই ঘটনাকে শুধুই প্রচারণার কৌশল বলে মন্তব্য করছেন। রাখি সাওয়ান্ত সবসময়ই আলোচনায় থাকতে পছন্দ করেন। এবারো ব্যক্তিগত জীবনের এই নাটকীয় মোড়ে তিনি বলিউড এবং উপমহাদেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।